নুরের ওপর হামলা: মামলা না নেয়ায় আদালতে যাওয়ার প্রস্তুতি গণঅধিকার পরিষদের

মুহাম্মদ রাশেদ খান
দেশে এখন
রাজনীতি
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ নিয়ে অনাস্থার কারণে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে দলটি। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, ‘আইন উপদেষ্টার আশ্বাস অনুযায়ী ১৫ কার্যদিবস অপেক্ষা করবে গণঅধিকার পরিষদ। এরপরও ব্যবস্থা না নিলে তারা আদালতের শরণাপন্ন হবেন।’

চিকিৎসার প্রসঙ্গে রাশেদ খান জানান, চোখ, মাড়ি ও মস্তিষ্কে আঘাত পাওয়ায় দলীয় সভাপতির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সরকার জরুরি ভিত্তিতে বিদেশে নেয়ার পরিকল্পনার কথা জানালে, সংগঠনের পক্ষ থেকে সিঙ্গাপুরে পাঠানোর দাবি জানানো হয়।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘হামলার ঘটনায় পুরো বাহিনীর ওপর দায় না চাপিয়ে বিপথগামী সদস্যদের অভিযুক্ত করছেন তারা।’

একই সঙ্গে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

সেজু