কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

আর মাত্র একদিন। এরপর শেষ হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। যদিও আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকায় সকালে কিছুটা নিরুত্তাপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস। এদিকে আগামীকাল ( রোববার, ৭ সেপ্টেম্বর ) শেষ হতে যাচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

আজ বেলা সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিন থেকে ভোট চেয়ে লিফলেট বিতরণ শুরু করেন ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।

আরও পড়ুন:

এসময় বিন ইয়ামিন অভিযোগ করেন, অনেকেই আচরণ বিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের উপঢৌকন দিচ্ছেন। এক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালনের অভিযোগ প্রশাসনের দিকে।

এরপর বেলা ১২টায় হাজী মোহাম্মদ মুহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আবিদুল ইসলাম জানান, নির্বাচিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাবেন নিরাপদ ক্যাম্পাসের জন্য।

এফএস