নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক
এশিয়া
বিদেশে এখন
0

জেন-জিদের আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০ জন আন্দোলনকারীর মৃত্যুর দায় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

দেশটির স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক শুরু হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

বৈঠকে অংশ নেওয়া এক মন্ত্রীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানায়, সোমবার দেশজুড়ে সহিংস বিক্ষোভে কাঠমান্ডুতে ১৮ জন, ইতাহারিতে দু’জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন:

জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের বিক্ষোভে হতাহতের এ ঘটনায় নৈতিক দায়িত্ববোধ থেকে রমেশ লেখক পদত্যাগ করেছেন।

এর আগে আজ সকালে নেপালি কংগ্রেসের দপ্তর প্রধানদের বৈঠকে দলটির দুই মহাসচিব গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

এ সময় কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব থাকলেও লেখক বৈঠকে জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পরে মন্ত্রিসভা বৈঠকে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

এএইচ