ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের গণনা চলছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডিএমপির আহ্বান

ডাকসু ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন ভোট গণনার কাজ চলছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছে ডিএমপি। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায় এবং বিকেল ৪টায় শেষ হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে ভোট গণনার কাজ চলমান রয়েছে।

ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে গণনার দৃশ্য সরাসরি প্রদর্শন করছে। কোনো ধরনের সহিংসতার ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে।

তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভিড় নিয়ন্ত্রণে তৎপর রয়েছে এবং সকলকে অযথা ভিড় না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে।

উল্লেখ্য যে ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।

আসু