শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী হিসেবে পড়ার টেবিলে বসবো, রাজপথে মিছিল করবো: মায়েদ

মায়েদের ফেসবুক পোস্ট
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে পরাজিত প্রার্থী তানভীর আল হাদী মায়েদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে জানিয়েছেন, তিনি শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী হিসেবে নিজের দায়িত্ব থেকে কখনো সরে দাঁড়াবেন না। পড়াশোনার পাশাপাশি রাজপথে আন্দোলন এবং আলোচনার টেবিলে সমস্যার সমাধান নিয়েও তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে মায়েদ লেখেন, ২০১৯ সালে প্রথমবর্ষে থাকাকালে আমাকে প্রশ্ন করা হয়েছিলো, ১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? ঘোরতর ফ্যাসিবাদের আমলে, ভরা মজলিসে আমি বলেছিলাম, ১০ বছর পর নিজেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চাই। ডাকসুর মতো বড় একটা প্ল্যাটফর্মে এ বয়সেই আমি সংগঠন কর্তৃক উপস্থাপিত হবো, কখনই ভাবিনি। কিন্তু সংগঠন আমাকে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে আমার ওপর, আমাকে যোগ্য মনে করেছে।

আরও পড়ুন:

তিনি আক্ষেপ করে লেখেন, আমি প্রিয় সংগঠনের আস্থার প্রতিদান দিতে পারিনি, জয় করতে পারিনি শিক্ষার্থীদের মন। কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হবো, এমন দুর্বলতা আমার মননে নেই। গণতন্ত্রের কর্মী হিসেবে পরাজয়কে মেনে নেয়া আমার রাজনীতিশিক্ষার অংশ।

আরও পড়ুন:

নিজের ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে মায়েদ বলেন, ‘একজন শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী হিসেবে আমি পড়ার টেবিলে বসবো, রাজপথে মিছিল করবো, আলোচনার টেবিলে সমস্যা নিয়ে কথা বলবো। শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে আমি তাদের কণ্ঠে কথা বলবো।’

ফেসবুক পোস্টের শেষে তিনি আরও উল্লেখ করেন, সাগর সাঁতরে পেরোনোর পণ করেছি, সবেতো একটা দ্বীপে এসে পৌঁছালাম।

এনএইচ