আজ রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের দিন আজ। এরই মধ্যে ছাত্রসংগঠনগুলো তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা করেছেন।

আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) রাকসু নির্বাচনের জন্য ‘আধিপত্য বিরোধী ঐক্য’ নামে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ। 

যেখানে ভিপি পদে মেহেদী সজীব ও জিএস পদে সালাউদ্দিন আম্মার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া স্বতন্ত্রপ্রার্থীরাও জানান দিচ্ছে নিজেদের অবস্থান।

আরও পড়ুন:

এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করতে ব্যস্ত সময় পার করছেন রাকসু নির্বাচন কমিশনের সদস্যরা।

আজ বিকেলে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, রাকসুর বিভিন্ন পদে ৪৭৯টি মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। এর মধ্যে বিভিন্ন পদে প্রার্থীরা ৩২২টি মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে কেন্দ্রীয় ছাত্রসংসদে ২৬০টি। এগুলোর মধ্যে ভিপি পদে ২০টি, জিএস পদে ১৫টি ও সিনেট প্রতিনিধি পদে ৬২টি এবং হল সংসদে ৬০৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এসএইচ