রাকসু নির্বাচনে 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ' নামে প্যানেল ঘোষণা

তাসিন খান ও রাজন আল আহমেদ
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ' নামের প্যানেল ঘোষণা হয়েছে। এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সাবেক সমন্বয়ক তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহায়ের ইসলাম।

আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের প্রথম বিজ্ঞান ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহায়ের ইসলাম প্যানেলভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন।

প্যানেল পরিচিতিতে রাকসুতে ২১ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৩ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

আরও পড়ুন:

এখন পর্যন্ত রাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সাতটি প্যানেল ঘোষণা করেছে।

শীর্ষ তিনজন ছাড়া প্যানেলে যারা রয়েছেন তারা হলেন-ক্রীড়া সম্পাদক শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক অমিত তাঞ্চঙ্গা, সহ-সাংস্কৃতিক সম্পাদক লাদেন, ছাত্রী বিষয়ক সম্পাদক সামসাদ জাহান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা সম্পাদক সরোয়ার জাহান নাহিদ, মুনান হাওলাদার (গণযোগাযোগ ও সাংবাদিকতা), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফা।

সেজু