এসময় তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।’
তিনি বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী খুব দ্রুত বসে এগুলো নিয়ে কাজ করবেন।’
এই সভায় উঠে আসে ১০টি বিষয়। এর মধ্যে সিদ্ধান্ত হয়, ন্যূনতম ৫ হাজার ডেড ওয়েট টন ধারণক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:
এসময়, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছে প্রধান উপদেষ্টা।
এছাড়াও নেপালে বাংলাদেশিরা ভালো আছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা।
প্রেস সচিব জানান, এখন পর্যন্ত ৫১টি সংস্কার বাস্তবায়ন হয়েছে ও ২৪৬টা বাস্তবায়নাধীন রয়েছে।
এছাড়া নারী সংস্কার কমিশনের কিছু প্রস্তাব যেগুলো স্থানীয় এমপিদের সঙ্গে যুক্ত সেগুলো নির্বাচিত সরকার এলেই বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি।