বৃষ্টি নেমেছে নগরজুড়ে। রাজধানীতে বিরতিহীন বৃষ্টি ঝরছে আজ সকাল থেকেই। মিরপুর, উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, পল্টন, ধানমন্ডিসহ পুরো ঢাকাতে কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টি। যে কারণে সড়কের কোথাও কোথাও দেখা যায় যানবাহনের চাপ, আবার কোথাও গণপরিবহনের অপেক্ষা করেন নগরবাসী।
সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টিতে ভোগান্তি বাড়ে স্কুলকলেজ পড়ুয়া শিক্ষার্থী আর কর্মজীবী সাধারণ মানুষের। তারা অভিযোগ করেন, বাড়তি ভাড়া আদায়েরও।
পথচারীদের মধ্যে একজন বলেন, ‘এতক্ষণ বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম, এখন বৃষ্টি একটু কমেছে তাই বের হয়েছি।’
টানা বৃষ্টিতে সড়কে জীবিকা নির্বাহ করা মানুষও পড়েন বিপাকে। বৃষ্টিতে ক্রেতা নেই।
ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘আজ বৃহস্পতিবারের দিন ভেবেছিলাম একটু ভালো বেচাকেনা হবে। কিন্তু সকাল থেকে বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে খুলনা হয়ে রাজশাহীর দিকে যাবে। যে কারণে অব্যাহত থাকবে বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, ‘আজকের থেকে আগামীকাল (শুক্রবার, ৩০ মে) আরো বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন (৩১ মে) হয়তো দুপুর থেকে বৃষ্টি একটু কমতে পারে। এটা তো একেবারে থেমে যাবে না, প্রথমে দক্ষিণাঞ্চলে ক্লিয়ার হয়ে পরবর্তীতে উত্তরাঞ্চলের এদিকে পরিষ্কার হবে। আশা করি, ১ জুন থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধ্বস হতে পারে। এ ছাড়াও নিম্নচাপের কারণে সারাদেশে বাতাস থাকলেও হয়তো দমকা বা ঝড়ো হাওয়া হবে না।’
বৃষ্টি কমে এলে আবারো তাপমাত্রা বাড়ার শঙ্কার কথাও জানান এই আবহাওয়াবিদ।