টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী, পণ্য সরবরাহ বিঘ্নিত

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
দেশে এখন , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

রাজধানীতে টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কে যানবাহন কম থাকায় বিপাকে পড়ছেন অনেকেই। এদিকে, বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে ঝরছে বৃষ্টি।

কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাজধানীর নিউমার্কেট, সায়দাবাদ, যাত্রাবাড়ী, ধূপখোলা, গেন্ডারিয়া আরামবাগসহ বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজটের কারণে রাতেও দেখা দেয় যানজট। সড়কের খানা-খন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বাড়ে নগরবাসীর দুর্ভোগ।

রাতের ঢাকায় জমাট পানিতে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। এছাড়া দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাওয়া যায়নি যানবাহন। সাথে ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।

বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কারওয়ান বাজারেও। টানা বৃষ্টির কারণে ব্যাহত স্বাভাবিক কার্যক্রম। তবে বৃষ্টি উপেক্ষা করেই দৈনন্দিন কাজ চালিয়ে যান শ্রমিকরা। বিক্রেতারা জানান, বৃষ্টি আর সড়কের নানা অসুবিধায় আড়তে সরবরাহ কমার পাশাপাশি কমেছে পাইকারি ক্রেতাদের সংখ্যাও।

টানা বৃষ্টির প্রভাবে কাঁচাপণ্যের সরবরাহ বিঘ্নিত হতে থাকলে বাজারে এর প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের।

এএইচ