কুমিল্লায় ভারী বৃষ্টিপাতে ভোগান্তিতে জনগণ

কুমিল্লা
ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা
এখন জনপদে , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের (১৭৯ মিলিমিটার) রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে আজ (শুক্রবার, ৩০ মে) সকাল পর্যন্ত বিরামহীনভাবে ভারী থেকে অতিভারী বর্ষণে নগরীর সড়ক অলিগলিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। হাঁটু সমান পানি মাড়িয়ে চলাচল করছেন জনগণ।

পানিতে ডুবে বিকল হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহন। সড়ক ডুবে পানি প্রবেশ করেছে বিভিন্ন এলাকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা ও বাসাবাড়িতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্লাবিত হওয়া এলাকাগুলোতে রান্নাবান্নার দুর্ভোগে পড়েছেন মানুষ।

এদিকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে উপজেলা এবং বিভিন্ন জেলা থেকে কুমিল্লা জেলা শহরে আসা মানুষ এবং পথচারীরা এই জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। স্থবির হয়ে পড়েছে সড়কের স্বল্প আয়ের মানুষের আয় রোজগার।

তবে মৌসুমী এ বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কোনো কার্যক্রম চোখে পড়ে নি। এতে সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ইএ