রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ, বিপাকে খেটে খাওয়া মানুষ

তাপপ্রবাহের প্রতীকী ছবি
এখন জনপদে , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী। সকাল না কাটতেই সূর্যের প্রখরতায় ঝলসে উঠছে পরিবেশ। দুপুর গড়াতেই উত্তপ্ত হয়ে উঠছে পিচ-পাথরের পথঘাট, তাতে ভেগান্তি বাড়ছে খেটে খাওয়া মানুষের। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) সকাল থেকেই এমন ভ্যাপসা গুমোট গরমের অনুভূতি বাড়ে রাজশাহীতে।

তীব্র রোদে সকাল থেকেই প্রতি ঘণ্টায় বাড়ে তাপমাত্রার পারদ। ভোর ৬টায় তাপমাত্রা ২৮ ডিগ্রিতে থাকলেও সকাল ১০টা পর্যন্ত তা ওঠে ৩৩ ডিগ্রিতে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি ঘণ্টায় বাড়ে তাপমাত্রা। এতে ঘর ছেড়ে বেরিয়ে আসা মানুষেরা পড়েন বিপাকে, চলাচলে ক্লান্ত হয় পথিক-রিকশাচালক। 

অনেকে অসহায় হয়ে মেনে নিচ্ছেন এই গরমকে। তবে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ফল ব্যবসায়ীরা। অতি গরমে নষ্ট হচ্ছে ফলমূল।

আবহাওয়া অফিস বলছে, রাজশাহীর আকাশে মেঘ আছে তবে টানা কয়েকদিনের তাপমাত্রার প্রভাব আছে, ফলে কমছেনা তাপমাত্রা। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে বলছেন তারা।

এসএইচ