পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত, কলাপাড়ায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ

পটুয়াখালী
খেপুপাড়া আবহাওয়া অফিস ও উত্তাল সমুদ্র
এখন জনপদে , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে আজ (বুধবার, ১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।

টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চর চান্দুপাড়া ও গৈয়াতলা এলাকার বেড়িবাঁধ-সংলগ্ন পরিবারগুলো। আজ সকালের জোয়ারে ওই দুই এলাকার বেড়িবাঁধের নদীপাড়ে কয়েক মিটার ভাঙন দেখা দেয়।

খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় আরও কয়েকদিন ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া চলতে পারে।

এদিকে, সমুদ্র উত্তাল থাকার পরও শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে অবস্থান করছে।

এসএইচ