ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা; পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

বৃষ্টিতে বিপাকে অফিসগামী মানুষ
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
1

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

সতর্কবার্তায় বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চারটি বিভাগে ৪৪-৮৮ মিমি পরিমাণ ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এনএইচ