রাজশাহী বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা

প্রতীকী ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও সাগরে লঘুচাপের কারণে রাজশাহী বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

রাজশাহী বিভাগে বৃষ্টি চলমান থাকলেও রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। তবে ঢাকায় বিকেলের পর বৃষ্টি কমে আসবে।

এদিকে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কায় সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এএইচ