ভারতের উত্তরাখন্ডে মেঘ বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত অবকাঠামো, কয়েকজন নিখোঁজ

উত্তরাখন্ডে বৃষ্টির পানিতে ভেসে আসছে জঞ্জাল
বিদেশে এখন , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলায় মেঘ বিস্ফোরণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য অবকাঠামো, বন্ধ হয়ে আছে রাজ্যের প্রধান রাস্তা। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় প্রশাসন বলছে, শুক্রবার (২২ আগস্ট) রাতে মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভেসে আসছে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। এসব জঞ্জালে থারেলি বাজার ও আশপাশের আবাসিক এলাকা ঢেকে গেছে।

আরও পড়ুন:

এছাড়া উপড়ে যাওয়া গাছ, বৈদ্যুতিক খুঁটিসহ নানা জঞ্জালে ঢেকে গেছে থরালি তহসিল অফিস, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এর সরকারি বাসভবন।

সাগওয়ারা গ্রামে ধ্বংসস্তূপে এক কিশোরীর চাপা পড়ার খবরে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। উদ্ধার অভিযানে সামিল হয়েছেন স্থানীয়রাও, বন্ধ রাখা হয়েছে রাজ্যের প্রধান সড়কগুলো।

এসএইচ