সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি জানান, আজ দুপুর ২টার পর থেকে আগামীকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে দেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলায় অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, ঢাকা শহরের ওপরে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে রাত ৮টার পর থেকে রাত ৩টার মধ্যে।
রংপুর বিভাগে রাত ১০ টার পর থেকে আগামীকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবার রাত ১০টার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।
ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগে দুপুর ৩টা পর্যন্ত হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, ময়মনসিংহে রাত ১০টার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে বিকেল ৪টার পর থেকে পরদিন সকাল ৮ টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত ৮টার পর থেকে পরদিন সকাল ৮টার মধ্যে। রাজশাহী ও বরিশাল বিভাগে দুপুর ২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।