সারাদেশে আজ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনরাতের তাপমাত্রা

মেঘাচ্ছন্ন আকাশ
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়াও, দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আরও পড়ুন:

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত নিম্নচাপটি এখনো সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ওড়িশা, এবং নিম্নচাপের কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাংশ দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর ফলে বাংলাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রবন্দরগুলোকে আপাতত কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না। তবে নদীবন্দরের জন্য বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের আবহাওয়া আগামী কয়েকদিন চলতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ইএ