আজ (বুধবার, ১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই। করোনার টিকা কার্যক্রম এখনো চলমান রয়েছে। ১৭ লাখ টিকা এরইমধ্যে বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। আরো ১৪ লাখ মজুত আছে।’
তিনি জানান, দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত ১৫৮ জন কোভিড আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর জুন মাসে পাওয়া গেছে ৫৪ জন রোগী।
এদিকে, নতুন করে করোনার টিকা আমদানি করতে স্বাস্থ্য অধিদপ্তর যোগাযোগ শুরু করেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা মোকাবিলায় মাস্ক ব্যবহারসহ সবাইকে সতর্ক হওয়ার আহ্বান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর দশ দিন পর, ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু ঘটে। করোনা মহামারির সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস। ওই বছরের ৫ আগস্ট ও ১০ আগস্ট; এই দুই দিনে সর্বোচ্চ প্রতিদিন ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন, যা ছিল দেশের করোনাকালের সর্বোচ্চ দৈনিক মৃত্যু সংখ্যা।
সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে।