চট্টগ্রাম সিটি করপোরেশনে করোনার টিকাদান কার্যক্রম শুরু

চট্টগ্রাম
করোনাভাইরাসের টিকার প্রতীকী ছবি
স্বাস্থ্য
0

করোনা সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম দিন খুব বেশি সাড়া মেলেনি।

আজ (বুধবার, ১৮ জুন) সকাল থেকে সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতালে চলে এ টিকা কার্যক্রম। যেখানে দেয়া হয় ফাইজারের টিকা। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম আবারো শুরু করছেন তারা। 

এ ছাড়া, প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি, করোনাযুদ্ধে সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা এ টিকা নিতে পারবেন এবং প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত হাসপাতালগুলোতে এ টিকা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

এসএইচ