এদিকে সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্যানুযায়ী, চট্টগ্রামে নতুন আক্রান্তের সংখ্যা ১৩ জন। হিসেব অনুযায়ী, তিন সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা হলো ১১২ জন।
আক্রান্ত আর মৃত্যু ক্রমান্বয়ে বাড়লেও নগরের জেনারেল হাসপাতালের করোনা আইসোলেসনে রোগীর সংখ্যা কম। আজ (শুক্রবার, ২৭ জুন) সকালে এখানে রোগী ভর্তি ছিলেন ৪ জন, আর আইসিইউতে ভর্তি আছেন এক নারী।
চিকিৎসকেরা বলছেন, আক্রান্তদের অনেকেই ঘরে বসে চিকিৎসা নিয়ে সেরে উঠছেন। তাই হাসপাতালগুলোতে সেভাবে রোগী আসছে না।
আর উপজেলা পর্যায়ে পরীক্ষা পুরোদমে চালু না হওয়ায় সেখানে করোনা রোগী কম পাওয়া যাচ্ছে।
এদিকে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে চট্রগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে চালু হয়েছে আইসোলেসন ওয়ার্ড। তবে শুক্রবার সেখানে কোনো রোগী ভর্তি ছিলেন না।