নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

নিউইয়র্কের সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
প্রবাস
0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেওয়ান সানি নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় শুক্রবার (২ মে) সকালে নিউ ইয়র্ক থেকে বাফেলো যাওয়ার পথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানি যে গাড়িতে ছিলেন, সেটিকে ধাক্কা দেয় চুরি করে নিয়ে যাওয়া আরেকটি দ্রুতগতির গাড়ি। এসময় সানি ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় অন্য গাড়িচালককে নিকটবর্তী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।

সানি বাফেলোর হ্যাজেলউড এলাকায় বসবাস করতেন।

তিনি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র সন্তান। তার এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ