এ প্রোগ্রামের আওতায় তালিকাভুক্ত দেশগুলোর বি-ওয়ান (ব্যবসা) ও বি-টু (পর্যটন) ভিসার আবেদনকারীদের ভিসা অনুমোদনের আগে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে এ অর্থ ফেরত দেওয়া হবে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ওভারস্টে (অতিরিক্ত সময় অবস্থান) হার বেশি এমন দেশগুলোকে এ তালিকায় রাখা হয়েছে। সর্বশেষ ডিএইচএস ওভারস্টে রিপোর্ট অনুযায়ী মালাওই ও জাম্বিয়ার ওভারস্টে হার বেশি হওয়ায় তাদের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রোগ্রামের নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত দেশের যাত্রীদের নির্দিষ্ট কিছু বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে। তালিকা ভবিষ্যতে পরিবর্তন বা সম্প্রসারণ হতে পারে, তবে অন্তত ১৫ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে তা জানানো হবে।
বাংলাদেশের নাম তালিকায় না থাকায় দেশের ভ্রমণকারী ও প্রবাসী মহলে স্বস্তি দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান ওভারস্টে হার তুলনামূলকভাবে কম থাকায় বাংলাদেশ প্রথম ধাপের অন্তর্ভুক্ত হয়নি। তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলালে তালিকায় পরিবর্তন আসতে পারে।