দুর্ঘটনা মোকাবেলায় বিজ্ঞানীরা তৈরি করেছেন ই-স্কিন

প্রতীকী ছবি
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

রোবট যখন মানুষের খুব কাছাকাছি চলে আসে অথবা কোনো কাজে নিয়োজিত হয়, তখন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানীরা তৈরি করেছেন অভিনব ‘ই-স্কিন’।

এ ‘ই-স্কিন’ এমন এক সংবেদনশীল আবরণ, যা রোবটের গায়ে বসিয়ে দিলে তা মানুষের মতোই স্পর্শ টের পায়, আঘাতের তীব্রতা বুঝতে পারে এবং নিজেকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

নতুন গবেষণায় বলা হয়েছে, এ প্রযুক্তি ব্যবহার করে রোবট ‘মানব সহচর’ হিসেবে আরও নিরাপদ হয়ে উঠবে। বিশেষত যখন তারা সংকীর্ণ কোনো জায়গায় একত্রে কাজ করবে।

এ উদ্ভাবনের পেছনে রয়েছে হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক দল গবেষক। পাশাপাশি তারা এর সফটওয়্যার এবং ডিজাইনকে আরও উন্নত করতে কাজ করছেন।

এএইচ