পানামা খালের দুই পাশের বন্দর কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক বাণিজ্য
0

প্রায় দুই হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে পানামা খালের দুই পাশের বন্দর কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক। ১৯৯০ সাল থেকে বন্দরগুলো পরিচালনা করে আসছে হংকংয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান সিকে হাচিসন।

খালের দুই পাশের বালবোয়া ও ক্রিস্টোবাল বন্দর পরিচালনার অধিকার নিয়ে সম্প্রতি ইউরোপের তদন্তের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে পানামা খাল নিয়ন্ত্রণ করছে চীন।

এই সম্মিলিত চাপের মুখে বন্দরের মালিকানা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে হংকংয়ের ধনকুবের লি কা-শিং।

এদিকে মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরণের চুক্তিকে অসাংবিধানিক বলে তা নিরীক্ষার পরিকল্পনা করছে পানামা। তবে সিকে হাচিসন জানায়, এই চুক্তির পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই।

তবে এই চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত জয় হিসেবে দেখছেন অনেকে।

এসএস