স্মার্টফোন-কম্পিউটারসহ ইলেকট্রনিক পণ্যে শুল্ক বাতিল করলো ট্রাম্প প্রশাসন

চীনা ইলেকট্রনিক পণ্যে আরোপিত শুল্ক বাতিল করলো ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক বাণিজ্য
0

বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এসব পণ্যের অধিকাংশই চীন থেকে আমদানি করতো ওয়াশিংটন।

শুক্রবার এক একটি তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল জানায়, অধিকাংশ দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প যে ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন, ইলেকট্রনিক পণ্যে তা কার্যকর করা হবে না।

এমনকি চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্যেও থাকছে না চড়া শুল্ক। সিপিবির তালিকায় থাকা ২০টি ক্যাটাগরির মধ্যে আছে ল্যাপটপ, কম্পিউটার, ডিস্ক ড্রাইভ, সেমিকন্ডাক্টর, মেমরি চিপ ও ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে ডেল ও অ্যাপলের মতো নামদামি প্রযুক্তি প্রতিষ্ঠান। শুরু থেকেই এই প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।

সেজু