
ইইউ ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
পহেলা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১২ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ
তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি কেমন হবে, সে সব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আজ ওয়াশিংটন সময় সকাল ৯ টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।

উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার ঘোষণা ট্রাম্পের
এবার উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, একটি পক্ষ ইঙ্গিত করছে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত বেধে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু যুক্তরাষ্ট্র এ ধরণের কোনো পদক্ষেপ নেবে না।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। গতকাল বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

ট্রাম্পের জন্মদিনে অভিবাসীদের পক্ষে এবার মাঠে নেমেছেন সাধারণ মার্কিনরা
অভিবাসীদের পক্ষে এবার মাঠে নেমেছেন সাধারণ মার্কিনরা। ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন আর দেশের সেনাবাহিনীর আড়াই শ' বছর পূর্তিতে যেসময় ওয়াশিংটন ডিসিতে সাজসাজ রব, সেসময় ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল সারাদেশ। লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওরেগনসহ বিভিন্ন অঙ্গরাজ্যের অনেক শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। মিনেসোটায় একজন নিরাপত্তাবাহিনীর গুলিতে একজন নিহতের ঘটনায় সেখানে বিক্ষোভ স্থগিত করা হয়।

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরাইল
গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সবুজ সংকেত দেয়ার পর প্রস্তাবটি পাঠানো হয়েছে হামাসের কাছে। গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

পরমাণু নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় ট্রাম্পের চোখ নোবেলে!
পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে ইরানের সঙ্গে সমঝোতা করতে পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ঠিক এ কারণেই তেহরানের সঙ্গে সুর নরম করে বারবার আলোচনার পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা মনে করেন, জাতীয় নিরাপত্তা আর পরমাণু প্রকল্পে হামলার আশঙ্কা অতীতের চেয়ে তীব্র হওয়ায় ওয়াশিংটনের প্রস্তাব আমলে নিতে পারে তেহরানও।

ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন যেতে দ্বিতীয়বার ভাবছেন বিশ্বনেতারা!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হবে বিশ্বনেতাদের। ইউক্রেনের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ওভাল অফিসে ডেকে এনে চূড়ান্ত অপমানের পর এমনটাই দাবি মার্কিন গণমাধ্যম সিএনএনের। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, গণমাধ্যমের সামনে বিশ্বনেতাদের অপদস্থ করে নিজের ক্ষমতা জাহিরের পাশাপাশি কর্তৃত্ববাদী মনোভাবের মহড়া দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ‘স্বার্থ না থাকায়’ হস্তক্ষেপে বিরত যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ‘স্বার্থ না থাকায়’ যুক্তরাষ্ট্র হস্তক্ষেপে বিরত বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামরিক সংঘাত যুদ্ধে রূপ নেয়ার শঙ্কা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অন্যদিকে, দু’পক্ষকেই ধৈর্য ধারণের আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে, পাল্টাপাল্টি গোলাবর্ষণের পর সীমান্তের দুই প্রান্ত এখন থমথমে।

বসন্তের ছোঁয়ায় চেরি ব্লসমে সেজেছে যুক্তরাষ্ট্র
বসন্তের আগমনে যুক্তরাষ্ট্রের প্রকৃতি যেন নতুন করে সেজেছে। নিউজার্সির ব্রাঞ্চ ব্রুক পার্কে ফুটেছে হাজারো চেরি ব্লসম, ছড়িয়ে পড়েছে গোলাপি ও সাদা রঙের মিশ্রণে এক অপরূপ দৃশ্য।

স্মার্টফোন-কম্পিউটারসহ ইলেকট্রনিক পণ্যে শুল্ক বাতিল করলো ট্রাম্প প্রশাসন
বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এসব পণ্যের অধিকাংশই চীন থেকে আমদানি করতো ওয়াশিংটন।

বাণিজ্য সংঘাত: যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না চীন
বিশ্লেষকদের অভিমত
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার শুল্কযুদ্ধে আরও গভীর হচ্ছে দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য সংঘাত। তবে ক্ষতি যতোই হোক, যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না চীন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টায় বাণিজ্য অংশীদারদের চাপে ফেলে ট্রাম্প যে বিপজ্জনক খেলায় মেতেছেন, তাতে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত অর্থনীতিবিদদের।