যুদ্ধবিরতির খবরে তেলের দাম ৫ শতাংশ কম; শেয়ারবাজারে ইতিবাচক সাড়া

আন্তর্জাতিক শেয়ারবাজারের গ্রাফ
আন্তর্জাতিক বাণিজ্য
0

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির খবরে একদিনেই তেলের দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ। ইতিবাচক মার্কিন ও এশিয়ার শেয়ার বাজার। যদিও বিশেষজ্ঞরা বলছেন, খুব সতর্কতার সঙ্গে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ যেকোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর জনমানবশূন্য হয়ে পড়ে তেহরানের রাস্তাঘাট। এর মধ্য দিয়ে স্থায়ী শান্তির আশা করছেন জেরুজালেমের বাসিন্দারা।

প্রায় দুই সপ্তাহ ধরে টানা সংঘাতের পর ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির খবর আসে। দুই পক্ষকে যুদ্ধবিরতি মেনে নিয়ে সংঘাত না বাড়ানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইল বলছে, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে তারা সম্মত। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, চলমান সংঘাতে সব উদ্দেশ্য সফল হয়েছে তেল আবিবের। যদিও ইরানের বক্তব্য, তেহরানের হামলায় যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছে ইসরাইল।

আরো পড়ুন:

এরইমধ্যে যুদ্ধবিরতির খবরে চাঙা হয়ে উঠেছে বিশ্ববাজার। দুই সপ্তাহের ব্যবধানে তেলের দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৮১ ডলার থেকে ৬৮ ডলারে নেমে এসেছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেলের সরবরাহ নিয়ে সংকট তৈরির শঙ্কা দেখা দেয়। এর জেরে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম।

এদিকে যুদ্ধবিরতির খবরে চাঙা হয়েছে শেয়ার বাজারও। জাপানের শেয়ার বাজার নিক্কেই সূচক বেড়েছে এক দশমিক ১১ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কম্পোজিট স্টক প্রাইস দেড় পয়েন্ট বেড়েছে। চীনের সাংহাই সূচকও বেড়েছে শূন্য দশমিক ছয় শতাংশ। আর হংকংয়ের হ্যাং সেং দুই দশমিক এক শতাংশ বেড়েছে।

আরো পড়ুন:

যদিও বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের এই মুহূর্তে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ পরিস্থিতি যেকোনো সময় ভিন্ন পথে মোড় নিতে পারে। যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারের পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ইরান ও ইসরাইলের পরবর্তী পদক্ষেপের ওপর।

এসএস