জুনের ধাক্কা সামলে ইউরোপে আবারও চাঙা নতুন গাড়ির বাজার

ইবি গাড়ি
আন্তর্জাতিক বাণিজ্য
0

জুনের ধাক্কা সামলে ইউরোপে আবারও চাঙা হয়েছে নতুন গাড়ির বাজার। গেল জুলাই মাসে ইউরোপজুড়ে নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় ৬ শতাংশ পর্যন্ত। যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির গাড়ির বাজারে কিছুটা মন্দা দেখা দিলেও গাড়ি বিক্রিতে সবাইকে ছাড়িয়ে গেছে জার্মানি। বিপরীতে বৈদ্যুতিক গাড়ির বাজারে ইলন মাস্কের টেসলাকে টেক্কা দিচ্ছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। গেল বছরের তুলনায় বিওয়াইডির বিক্রি বেড়েছে ২০০ শতাংশেরও বেশি।

গেল জুন মাসে বড় ধাক্কা লাগে ইউরোপের নতুন গাড়ির বাজারে। গাড়ি ব্রিকি কমে যায় অন্তত ৫ শতাংশ পর্যন্ত। আর শীর্ষ চার গাড়ি নির্মাতা ভক্সওয়াগন, স্টেলান্টিস, রেনোঁ ও হুন্দাইয়ের বিক্রি কমে যায় আশঙ্কাজনক হারে।

বিশ্লেষকরা দাবি করেন, বাজার দখলে চীনা প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসী মনোভাব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ইউরোপের অভ্যন্তরীণ নীতিমালা-এই তিন কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে ইউরোপের গাড়ি শিল্প।

অবশেষে সেই খরা কাটিয়েছে ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে গেল জুলাই মাসে ইউরোপজুড়ে নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় ৫.৯ শতাংশ পর্যন্ত। আর এ তালিকায় শীর্ষে আছে জার্মানি।

আরও পড়ুন:

জুনের ধাক্কা সামলে এরইমধ্যে ইউরোপে ভক্সওয়াগন ও রেঁনের নিবন্ধিত গাড়ির সংখ্যা বেড়েছে যথাক্রমে ১১.৬ ও ৮.৮ শতাংশ।

তবে টানা ৭ মাস ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারের শেয়ারে দরপতনের মুখোমুখি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। জুলাই মাসের বিক্রির হিসেবে প্রথমবারের মতো টেসলাকে টেক্কা দিয়েছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

গেল জুলাই মাসে টেসলার বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে ৪০ শতাংশেরও বেশি। গেল বছর গাড়ির বাজারে টেসলার শেয়ারের পরিমাণ ছিল ১.৪ শতাংশ, যা চলতি বছরের জুলাইতে ০.৮ শতাংশে নেমে এসেছে। বিপরীতে চীনের বিওয়াইডির গাড়ির বিক্রি বেড়েছে ২২৫ শতাংশেরও বেশি। বর্তমানে গাড়ির বাজারে বিওয়াইডির শেয়ারের পরিমাণ ১.২ শতাংশ।

এছাড়া, পুরো ইউরোপে ইলেকট্রনিক ভেইকেলের বিক্রি বেড়েছে ৭.৪ শতাংশ পর্যন্ত। এরমধ্যে ব্যাটারি ইলেকট্রিক, হাইব্রিড ইলেকট্রিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন বেড়েছে যথাক্রমে প্রায় ৩৯, ৫৭ এবং ১৪ শতাংশ হারে।

সেজু