ইসরাইলকে সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বের সমর্থন হারিয়েছে

গাজার সেনা অভিযানে ইসরাইল
বিদেশে এখন
0

গাজার সেনা অভিযানে ইসরাইলকে জোরালো সমর্থনের বিষয়ে বাইডেন প্রশাসনকে সতর্ক করে আসছিলো আরব বিশ্বের মার্কিন কূটনীতিকরা। সংবাদ মাধ্যম সিএনএন'কে দেয়া সাক্ষাৎকারে কূটনীতিকরা বলছেন, ইসরাইলকে সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বের সমর্থন হারিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গাজায় সেনা অভিযান শুরু করে ইসরাইল। অভিযানের শুরু থেকে তেল আবিবকে সমর্থন দিয়ে আসছে বাইডেন প্রশাসন। বেসামরিক মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি আরব বিশ্বের বৈরিতা চরম পর্যায়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা বলছেন, এতে করে আরব বিশ্বের সমর্থন হারাচ্ছে যুক্তরাষ্ট্র, যে বিষয়ে বাইডেন প্রশাসনকে আগে থেকেই সতর্ক করা হয়েছিলো।

ওমান দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে যে সমর্থন দিচ্ছে, সেটা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ধরনের সতর্কবার্তা হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সিআইএ আর এফবিআইকে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

মিশরের কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাস বলছে, মিশরের একটি রাষ্ট্রীয় পত্রিকায় ওয়াশিংটনবিরোধী প্রতিবেদন ছাপা হয়েছে। যেখানে বলা হয়েছে, ফিলিস্তিনিদের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিষ্ঠুরতা অতীতের যেকোন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছে।

গাজায় ধ্বংসযজ্ঞ আর মানবিক সংকটের সংবাদ যেভাবে উঠে আসছে, এই অবস্থায় ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আন্তর্জাতিকভাবে বাইডেন প্রশাসনকে চাপের মুখে ফেলেছে।

সেজু