ট্রাম্পের শুল্কনীতিতে বিশ্ববাজারে ধস, সমঝোতার চেষ্টা ৫০টির বেশি দেশের

বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্কারোপে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ধস নেমেছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে ৫০টির বেশি দেশ।

যারা ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি বাণিজ্য আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে বিশ্ব বাজারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নিজেদের শুল্কনীতিতে বিপাকে খোদ যুক্তরাষ্ট্রও।

এরই মধ্যে মার্কিন শেয়ার মূল্য কমেছে প্রায় ৬ ট্রিলিয়ন ডলার। এ অবস্থায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কা ঘনীভূত হচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসন কিছুতেই এই শুল্কনীতিকে সম্ভাব্য বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতির কারণ হিসেবে দেখছে না।

সেজু