নজিরবিহীন ব্ল্যাকআউট ধাক্কা কাটিয়ে ‘আলোয়’ ফিরছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল

প্রায় একদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন
বিদেশে এখন
0

নজিরবিহীন ব্ল্যাকআউটের ধাক্কা কাটিয়ে উঠছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। প্রায় এক দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর সংযোগ পুনঃস্থাপন শুরু হয়েছে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে।

আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) পরিস্থিতি প্রায় পুরোপুরি স্বাভাবিক হয়েছে স্পেনে। সচল হয়েছে পর্তুগালের সাবস্টেশনগুলো। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আরও আগেই।

সোমবার (২৮ এপ্রিল) ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপ অঞ্চলের দেশগুলোতে স্থানীয় সময় সকাল বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এর ফলে স্পেনের রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা শহর ও পর্তুগালের রাজধানী লিসবনের মেট্রো ব্যবস্থা বিকল হয়ে পড়ে।

আংশিক বন্ধ হয়ে পড়ে অঞ্চলটির প্রধান বিমানবন্দরগুলো, বিলম্বিত হয় বিপুলসংখ্যক ফ্লাইট। অসংখ্য স্কুলে ক্লাস স্থগিত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

সাইবার হামলা হয়েছে বলে ধারণা করা হলেও কোনো প্রমাণ মেলেনি, জানিয়েছে স্প্যানিশ ও পর্তুগিজ প্রশাসন।

সেজু