বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে: ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
বিদেশে এখন
0

স্থানীয় সময় আজ বিকেল ৫টা থেকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আজ (শনিবার, ১০ মে) সন্ধ্যার আগে তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে তিনি যুদ্ধবিরতির বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

বিক্রম মিশ্রি বলেন, ‘আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয়পক্ষ সম্মত হয় যে, আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।’

আরো পড়ুন:

তিনি জানান, উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত ও পাকিস্তান। সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে তিনি এ তথ্য জানিয়েছেন।

ট্রুথ পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

আসু