আল জাজিরার হিসাবে এই সংখ্যাটি প্রায় ২৩ লাখ। তবে অভিযানের তীব্রতার চেয়ে খাদ্য সংকট আরো বেশি করে ভাবাচ্ছে হতভাগ্য গাজাবাসীকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার একটি প্রজন্ম পুষ্টিহীনতার দিকে অগ্রসর হচ্ছে। তাদের আশঙ্কা, উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ সচল না হলে দুর্ভিক্ষেই এই অঞ্চলের মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে।
এদিকে, দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় হামাস নেতা মুহাম্মদ সিনওয়ার নিহত হয়েছে বলে দাবি করছে ইসরাইলি গণমাধ্যম।
এছাড়া খান ইউনিসের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় এক সংবাদকর্মীসহ প্রাণ গেছে অন্তত ২ জনের।