ইস্তাম্বুলে শান্তি আলোচনায় উপস্থিত থাকছেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বানের পরও ক্রেমলিন প্রতিনিধিদের প্রকাশিত তালিকায় পুতিনের নাম নেই।

রাশিয়ার হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিনের অনুপস্থিতির অর্থ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না মস্কো। যদিও গেল সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন পুতিন নিজেই।

এদিকে দুই পক্ষের আলোচনায় অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ২০১৯ সালে পর পুতিন ও জেলেনস্কির সামনাসামনি দেখা হয়নি। যুদ্ধ বন্ধে ২০২২ সালের মার্চে ইস্তাম্বুলেই একদফা আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন।

এএইচ