জানা গেছে, ভিসা ছাড়া চীনে টানা ৩০ দিন পর্যন্ত ভ্রমণের সুযোগ পাবেন এসব দেশের সাধারণ পাসপোর্টধারীরা, যা শুরু হবে চলতি বছরের ৯ জুন।
চলমান থাকবে ২০২৬ সালের ৮ জুন পর্যন্ত। বেইজিংয়ের পরীক্ষামূলক এই নীতির আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, কিংবা ট্রানজিটের উদ্দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই চীনে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করে আসছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার।