চীনে চার দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ

চীনে চার দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ
বিদেশে এখন
0

এক বছরের জন্য চারটি উপসাগরীয় দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ ঘোষণা দিলো চীন। উপসাগরীয় দেশগুলো হলো— সৌদি আরব, ওমান, কুয়েত, বাহরাইন। বিষয়টি নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

জানা গেছে, ভিসা ছাড়া চীনে টানা ৩০ দিন পর্যন্ত ভ্রমণের সুযোগ পাবেন এসব দেশের সাধারণ পাসপোর্টধারীরা, যা শুরু হবে চলতি বছরের ৯ জুন।

চলমান থাকবে ২০২৬ সালের ৮ জুন পর্যন্ত। বেইজিংয়ের পরীক্ষামূলক এই নীতির আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, কিংবা ট্রানজিটের উদ্দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন। 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই চীনে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করে আসছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

এসএইচ