৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাতিসংঘ

জাতিসংঘের লোগো
বিদেশে এখন
0

বাজেট কমানোর অংশ হিসেবে প্রায় ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির বার্ষিক ৩৭০ কোটি ডলার বাজেটের ২০ শতাংশ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

কর্মী ছাঁটাই কার্যকর হবে আগামী বছর পহেলা জানুয়ারি থেকে। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর মানবিক উন্নয়ন সংস্থাগুলোর বরাদ্দ কমিয়েছে যুক্তরাষ্ট্র।

পাশাপাশি জাতিসংঘ থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়েও হুমকি দেয়া হয়েছে । চলতি বছরই জাতিসংঘে ওয়াশিংটনের দেনার পরিমাণ ২৮০ কোটি ডলার। সংস্থাটির তহবিলের ২২ শতাংশ ও শান্তিরক্ষী মিশনের ২৭ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র।

এএইচ