কানাডার উত্তরাঞ্চলের সাসকাচুয়ানে আগ্রাসী এই দাবানলের সৃষ্টি হয়েছে অস্বাভাবিক গরম আর শুষ্ক আবহাওয়ার কারণে। এখনও সক্রিয় রয়েছে শতাধিক দাবানল।
দাবানলের ধোয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অনেক এলাকায়। বায়ুমান নেতিবাচক অবস্থায় গেছে নিউ ইংল্যান্ড আর নিউইয়র্ক, নিউ জার্সি, আইওয়া, নিউ হ্যাম্পশায়ারের অনেক স্থানে।
এখন পর্যন্ত পুড়ে গেছে ২০ লাখ হেক্টর এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচুয়ান ও অ্যালবার্টা প্রদেশ।