হার্ভার্ডে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশ

হার্ভার্ডে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করলো ট্রাম্প
বিদেশে এখন
0

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের অভিযোগ, মার্কিন গবেষণা ও তথ্য চুরিসহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের আদেশের আওতায় আনা যায় কি না, তা যাচাইয়ে নির্দেশ দেয়া হয়েছে পররাষ্ট্র দপ্তরকে।

ডোনাল্ড ট্রাম্পের আক্রোশের জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন প্রশাসনের দ্বন্দ্ব বাড়ছে প্রতিনিয়ত। এবার বিশ্ববিদ্যালয়টির নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল বুধবার (৪ জুন) এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্রের গবেষণা ও তথ্য চুরিসহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। তাই জাতীয় নিরাপত্তার বিষয় মাথায় রেখে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রাথমিকভাবে আদেশটি বলবত থাকবে আগামী ৬ মাস। এ ছাড়াও বর্তমান শিক্ষার্থীদের এই আদেশের আওতায় আনা যাবে কি না, তা যাচাইয়ের নির্দেশ দেয়া হয়েছে পররাষ্ট্র দপ্তরকে।

বিপরীতে আদেশটিকে অবৈধ ও প্রতিশোধমূলক উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সুরক্ষিত করতে সবকিছু করতে প্রস্তুত হার্ভার্ড। সেই-সঙ্গে আদেশটিকে সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন হিসেবেও দাবি তাদের।

বর্তমানে হার্ভার্ডের ২৭ শতাংশ বা প্রায় ৭ হাজার শিক্ষার্থী বিদেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখের বেশি। বিদেশিদের সঙ্গে বৈরী আচরণের কারণে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র-বিমুখ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এতে বিশ্ববিদ্যালয়ের তহবিল সংকটে শিক্ষায় খরচ বাড়তে পারে মার্কিনদের।

ইমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস কুক বলেন, ‘ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে দেশিয় শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া হয়। পাশাপাশি ফুল টিউশন ফি প্রদান করায় বিশ্ববিদ্যালয়গুলো বড় তহবিল পায়। তাই বিদেশি শিক্ষার্থী না থাকলে মার্কিনদের শিক্ষা-ব্যয় বেড়ে যাবে, বিষয়টি শতভাগ নিশ্চিত।’

এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর জানায়, ইহুদি শিক্ষার্থীদের রক্ষায় ব্যর্থতার মাধ্যমে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী আইন লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও ইহুদি বিদ্বেষ প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করার কথা জানিয়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।

এসএইচ