ভোরের আলো ফোঁটার পরেও কিয়েভের আকাশ ছেয়েছিল কালো ধোঁয়ায়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, প্রায় সাড়ে ৩ বছরের যুদ্ধে সোমবারের হামলা ছিল সবচেয়ে বড়। যার লক্ষ্যবস্তু ছিল কিয়েভের সামরিক স্থাপনা। এতে প্রাণহানির তথ্য মিললেও হামলার ক্ষয়ক্ষতি ছিল নগণ্য।
যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় এই হামলার অধিকাংশ প্রতিহত করায় প্রাণ হারিয়েছেন ২ ইউক্রেনীয়। এদিকে অনূর্ধ্ব ২৫ বছরের যুদ্ধবন্দি ও আহত সেনাদের বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন।