বেঁচে ফেরা এক যাত্রী ছাড়া কোনো আরোহীর বাঁচার সম্ভাবনা নেই— এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ‘এআই ১৭১’ দুর্ঘটনার রাতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করার পরই শুরু হয়েছে ফরেনসিক টিমের অভিযান। চলছে ব্ল্যাক বক্স উদ্ধারের কার্যক্রম।
মরদেহ শনাক্তের জন্য চলছে নিহতদের ডিএনএ পরীক্ষা, যা সম্পন্ন হবার পর স্বজনদের হাতে ফিরিয়ে দেয়া হবে। নিহতদের প্রতিটি পরিবারকে ১ কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী টাটা গ্রুপ।
এদিকে আজ (শুক্রবার, ১৩ জুন) দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। এসময় বিমান বিধ্বস্তে নিহতের পরিবার ও আহত মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। এ ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাটেলও ঘটনাস্থল পরিদর্শনে যান।
এদিকে, এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মোদি সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, সহযোগিতার জন্য তদন্ত দল ভারতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে দুই পাইলট ও ১০ ক্রুসহ ২৪২ আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দর ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার মডেলের ফ্লাইট এআই ১৭১ উড়োজাহাজটি।
উড্ডয়নের ৩০ সেকেন্ড পরেই বিমানটি আছড়ে পড়ে এক মেডিকেল ছাত্রাবাসে। বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন আর ব্রিটিশ নাগরিক ছিলেন ৫৩ জন।
এ ছাড়াও ছিলেন একজন ক্যানাডীয় ও ৭ জন পর্তুগীজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী।