কয়েক দেশে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

এমিরেটস এয়ারলাইন্স একটি বিমান
বিদেশে এখন
2

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইরাক, জর্ডান, লেবানন ও ইরানে যাওয়া-আসার ফ্লাইট বাতিল করেছে। আজ (শুক্রবার, ১৩ জুন) ইসরাইল ইরানে হামলা চালানোর পর এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এতে পরিস্থিতি আরও তীব্রতর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ দুবাই থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে শুক্রবারের কয়েকটি ফ্লাইট ও আগামীকালের (শনিবার, ১৪ জুন) একটি তেহরানগামী ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ প্রকাশিত এক বিবৃতিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এ তথ্য জানানা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান, ইরাক ও সিরিয়ার ওপর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ‘ডিএক্সবি জিইএস ডিডব্লিউসি’ আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।—বাসস

এসএস