ন্যাশনাল হোম গার্ড মোতায়েনে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা

ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড
বিদেশে এখন
0

লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল হোম গার্ড মোতায়েনে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকারকে ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ (শুক্রবার, ১৩ জুন) শুনানি শেষে ডিসট্রিক্ট বিচারক চার্লস ব্রেয়ার এ নির্দেশ দেন। জানান, ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি সংবিধানের দশম সংশোধনী লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন।

এএইচ