ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহত ২, আহত ৬৩

ইরানের হামলায় ইসরাইলের ক্ষতিগ্রস্ত একটি এলাকা
বিদেশে এখন
3

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়া ৬৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছে ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

এমডিএ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত দু’জন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। চ্যানেল ১২ ও নিশ্চিত করেছে এ তথ্য।

এক বিবৃতিতে মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, শুক্রবার শেষ রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হন আরো ২০ জন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। রিশন লেজিয়নে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছিলেন এক নারী।

আরো পড়ুন:

এদিকে শনিবার এক প্রতিবেদন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪ শতাধিক ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এএইচ