ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলে ৩৫ জন নিখোঁজ

বাট ইয়াম শহরে ক্ষতিগ্রস্ত ভবন
বিদেশে এখন
0

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার মধ্যরাত ও রোববার ভোরে কয়েক দফা হামলায় ইসরাইলে ব্যাপক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানের হামলার পর ৩৫ ইসরাইলির সন্ধান মিলছে না।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই তাদের খোঁজ মিলছে না।

আরো পড়ুন:

এর আগে দখলদার ইসরাইলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল। দুইবারের এ হামলায় ইসরাইলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এএইচ