গতকাল (সোমবার, ১৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে বোমা হামলা চালায় ইসরাইলের যুদ্ধ বিমান। এর একদিন পরে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনটি এ হতাহতের তথ্য জানালো।
চ্যানেলটি জানায়, ইসরাইলি হামলায় টিভি স্টেশনের তিন কর্মচারী নিহত এবং অন্যরা আহত হয়েছেন।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ইসরাইলের বিমান হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলাবালি ছড়িয়ে পড়তে থাকে। ওই নারী নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসন ত্যাগ করে পালিয়ে যান।