ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার হামলা: নিহত ১৫, আহত ৯৯

রাশিয়ার হামলায় বিধ্বস্ত কিয়েভ
বিদেশে এখন
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত হয়েছেন আরও প্রায় ৯৯ জন। আজ (মঙ্গলবার, ১৭ জন) রাতে কিয়েভে এই ভয়াবহ হামলা চালায় রাশিয়া।

কয়েক মাসের মধ্যে রাজধানীতে এটাই সবচেয়ে বড় হামলা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে। 

রাতভর ৪ শতাধিক ড্রোন আর ৩২ মিসাইল দিয়ে হামলা করেছে মস্কো। 

তিনি বলেন, ‘ভ্লাদিমির পুতিন এ হামলা চালিয়ে যাচ্ছে, কারণ তিনি যুদ্ধ শেষ করতে চান না।’ 

এদিকে, কিয়েভ ছাড়াও দক্ষিণের বন্দর শহর ওডেসায় রুশ হামলায় প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন আরো ১৭ জন।

এসএইচ