ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটি ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো ধরনের তথ্য ফাঁসের ঝুঁকি নেই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ইসরাইলি বিমান বাহিনীর একটি সশস্ত্র হার্মেস ড্রোনের ধ্বংসাবশেষের চিত্র প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার থেকে ইসরাইল প্রতিদিন ইরানে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় বিশেষ করে ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক স্থাপনা ও পরমাণু সংশ্লিষ্ট এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
বুধবার ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, ‘আমরা ইরানের আকাশে স্বাধীনভাবে বিমান হামলা চালাচ্ছি। এতে ডজনখানেক বিভিন্ন ধরনের বিমান ব্যবহার করা হচ্ছে। আমরা ইরানের যেখানে প্রয়োজন মনে করব, সেখানেই আঘাত হানব। হ্যাঁ, প্রতিরোধ রয়েছে। কিন্তু আমরা আকাশ নিয়ন্ত্রণে রেখেছি এবং তা বজায় রাখব।’
ইসরাইলি সেনাবাহিনী সোমবার জানায়, তারা তেহরানের আকাশে পূর্ণাঙ্গ আধিপত্য বজায় রেখেছে।
আজ সকালে এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ইসরাইলি বিমান বাহিনীর ৫০টির বেশি যুদ্ধবিমান তেহরান এলাকায় হামলা চালায়।
এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।