মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শনিবার (২১ জুন) রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল এবং ধ্বংস করার জন্য চালানো হয়েছিল। তিনি বলেন, ‘এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে সামরিক বা বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটেনি। আজ (রোববার, ২২ জুন) ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর পেন্টাগনে ব্রিফিং এ কথা বলেন তিনি।
হেগসেথ আরো বলেন, 'বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি।'
যে কারণে এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন। তিনি বলেন, 'যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন, তখন বিশ্বের তা শোনা উচিত।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশই এই ধরনের অভিযান চালাতে পারত না।'