ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলের

ইসরাইলের হামলায় ইরানের একটি ক্ষতিগ্রস্ত এলাকা
বিদেশে এখন
0

ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরাইলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়।

ইসরাইলের বিমান বাহিনী জানিয়েছে, আজ (রোববার, ২২ জুন) সকালে ৩০টি যুদ্ধবিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে ৬০টিরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমার ব্যবহার করা হয়েছে।

তারা জানায়, প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজদ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দপ্তর। এরপর হামলা চালানো হয় ইসফাহান, বুশেহর ও আহভাজের সামরিক স্থাপনায়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে।

সেজু